পবিত্র রমজানের বাজার স্থিতিশীল রাখতে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পণ্যগুলোর মধ্যে রয়েছে সরিষার তেল, আটা, ময়দা, ডাল, এলপি গ্যাস, বিস্কুট, লবণ ও গরম মসলা।
প্রজ্ঞাপন অনুযায়ী, রেপসিড অয়েল, কোলজা সিড অয়েল, কেনোলা অয়েল উৎপাদন পর্যায়ে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকবে। সরিষার তেলের উৎপাদন পর্যায়েও ভ্যাট অব্যাহতি থাকবে, যার কোনো সময়সীমা দেওয়া হয়নি আদেশে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.