লা লিগায় আগের দেখায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে এবার তারই প্রতিশোধ নিল তারা।
গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে সোসিয়েদাদকে ৪-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। শুরুতেই জেরার্দ মার্তিনের গোলে এগিয়ে যাওয়ার পর দলটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো। বিরতির পর বাকি গোল দুটি করেন রোনাল্দ আরাউহো ও রবের্ত লেভানদোভস্কি।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply