ছুটি কাটাতে নানুবাড়ি এসেছে ঝিলাম, টুকটুকি ও তোজোমণি। ওদের সবারই মাথার চুল বেশ লম্বা।
একসঙ্গে মাথা লাগিয়ে মোবাইলফোনে ভিডিও দেখছিল ওরা। কেউই জানে না যে কারো না কারো উকুন আছে, হয়তো ছোটমণিরা তা বিশ্বাসই করতে চাইবে না, একসঙ্গে ওদের অভিভাবকরাও। ভিডিও দেখার মাঝেই ছড়িয়ে যেতে পারে অস্বস্তিকর উকুনেরা। এছাড়াও মাথায় খুশকি, শুষ্ক চুল ও নোংরা থাকার কারণে এ ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। মাথায় উকুন হলে রাতের ঘুম উড়ে যায় অনেকের। আবার অনেকের কোনো ধরনের অনুভূতিও হয় না। শিশুর মাথায় উকুন হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে সে অনবরত মাথা চুলকাবে। শিশু বা বুড়ো এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে বেছে নিন ঘরোয়া টোটকা-
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.