1. admin@tadantapratidina.com : pratidina : Md Liton Sheikh
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে শিহিপুর আনন্দীপুর গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শিবগঞ্জে  ১০২৮ মসজিদে জিয়া পরিবারের জন্য দোয়া শিবগঞ্জে পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক এ্যাসোসিয়েশনের বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  জামায়াত নেতার অসুস্থ কন্যার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান কিচকে ধানের শীষের কর্মী সভায় হাজার হাজার জনতার ঢল! শিবগঞ্জে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার চরম আকার! বিপাকে পথচারী  শিবগঞ্জে জাতীয় সমবায় ৫৪তম দিবস পালিত শিবগঞ্জে হ্যান্ডকাপসহ পালানো আ’লীগ নেতা রাজু গ্রেফতার কিচক হাইস্কুল মাঠে ৬ই নভেম্বর কর্মী সমাবেশ উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফের কোচিংয়ে ফিরছেন জাভি

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১১ বার পাঠ করা হয়েছে

 

 

 

প্রতিদিন খেলার খবরঃ-

তিক্ত অভিজ্ঞতা নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নিতে হয়েছিল জাভি হার্নান্দেজকে। সেই ঘটনার এক বছর হতে চলল। আর জাভি আছেন কোচিংয়ের বাইরেই। ফের ফেরার আশা প্রকাশ করেছেন স্প্যানিশ কিংবদন্তি।

প্লেয়ার হিসেবে জাভি বিশ্বকাপ জিতেছেন, ইউরোও জিতেছেন। ক্লাব পর্যায়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের স্বাদও নেওয়া হয়েছে। কিন্তু কোচ হিসেবে সর্বোচ্চ লিগ জয়ের কীর্তি দেখিয়েছেন তিনি। কীর্তি আরও বড় করতে চান। জাভি বলেন, ‘কোচ হিসেবে আমি চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, বিশ্বকাপ জিততে চাই। এখন প্রস্তুত। লা লিগার কোনো টিমেই কেন নয়? দারুণ একটা প্রজেক্টের আশায় আছি।’

কোচ হওয়ার জন্য বার্সেলোনায় নিজের পরিসংখ্যানকে ভালো মনে করছেন জাভি। তিনি বলেন, ‘আপনি যদি বার্সায় আমার রেকর্ড দেখেন, সেটা খুবই ইতিবাচক। তখন ক্লাব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। প্লেয়ার হিসেবে রেকর্ড ভালো হওয়ায় কোচ হিসেবেও আমার প্রত্যাশাও উঁচুতে ছিল। বার্সেলোনার সঙ্গে আমার সম্পর্কটা গভীর।’

 

গত বছরের মে মাসে বার্সার দায়িত্ব ছাড়েন জাভি। মৌসুমের মাঝপথে একবার কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন জাভি। তবে সেবার অনেক অনুরোধ করে তাকে রেখে দেয় ক্লাব কর্তৃপক্ষ। সেই ক্লাবই মৌসুম শেষে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় স্প্যানিশ কিংবদন্তিকে। এরপর দায়িত্ব দেওয়া হয় হ্যান্সি ফ্লিককে।

 

বার্সেলোনার লা মাসিয়া থেকে ওঠে আসা জাভি ক্লাবটির জার্সিতে খেলেছেন ১৭ বছর। এরপর ৪ বছর কাতারি ক্লাব আল-সাদে খেলার পর তিনি ফুটবল থেকে অবসর নেন এবং ম্যানেজারের দায়িত্ব নেন ২০১৯ সালে। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে স্বপ্নের ক্লাব বার্সার ডাগআউটের আগমন হয়। প্রথম মৌসুমে তার অধীনে কাতালানরা লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতে। তবে শেষ মৌসুমটা ট্রফিহীন যায়। সবমিলিয়ে জাভির অধীনে বার্সা ১৪১ ম্যাচের ৮৯টিতে জয় পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি