লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ-
লক্ষ্মীপুরের রামগতিতে রাকিব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে প্রেমিকাকে (১৬) ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিশি বৈঠক হলেও বিচার না পাওয়ায় মানসিক চাপে কিশোরী আত্মহত্যা করেছে।
এ ঘটনায় শুক্রবার (৭ মার্চ) ভুক্তভোগীর মা বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাকিবসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করলে হেলাল নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেল পর্যন্ত বাকি অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে ১ মার্চ ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরদিন ঘটনাটি জানাজানি হলে এলাকায় সালিশি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেখানে কোনো বিচার পায়নি কিশোরী। উল্টো তাকে অপবাদ দেয়া হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কিশোরীকে বাড়িতে রেখে তার মা বাড়ির পাশের জমিতে ফসল দেখতে যায়। তখন মো. হেলাল নামে একজন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে এলাকায় ঘুরানোর হুমকি দেয়। এতে মানসিক চাপে দুপুরে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মামলায় প্রধান অভিযুক্ত রাকিব পশ্চিম চরকলাকোপা গ্রামের খবির উদ্দিনের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন- মো. আজাদ, জামশেদ উদ্দিন ও মো. বাশারসহ ১০ জন। তার পশ্চিম চরকলাকোপা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্র জানায়, অভিযুক্ত রাকিবের সঙ্গে প্রায় ৭ মাস ধরে কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এতে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব পালিয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের বাবা-মাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়ে যায়। এতে মামলায় অভিযুক্তরাসহ একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি। উল্টো কয়েকজন কিশোরীকের অপবাদ দেয়। এরমধ্যে বৃহস্পতিবার হেলাল বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘুরানোর হুমকি দেয়। এটি সহ্য করতে না পেরে কিশোরী আত্মহত্যা করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় রামগতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত হেলাল নামের একজনকে আটক করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.