♦মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রশাসনের অভিযানে অবৈধ ইট ভাটাগুলো ভেঙে দেওয়ার পরেও আবারও পুনরায় নির্মাণ ও ইট পোড়ানো কার্যক্রম শুরু করেছে।
গত মার্চে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার অবৈধ ইট ভাটাগুলোতে অভিযান চালানো হয়। এই অভিযানে উপজেলার মোকামতলার এএসবি ব্রিকস, চন্ডিহারা এলাকার এইচএমবি ব্রিকসসহ জেলার বেশ কয়েকটি ইটভাটার অবৈধ ফিক্সড চিমনি ভেঙে দেওয়া হয় এবং জরিমানা আদায় করা হয়।
অভিযানের কিছুদিন পরই এসব ভাটার মালিকরা পুনরায় চিমনি নির্মাণ করে ইট পোড়ানো শুরু করেছেন। এতে করে পরিবেশ দূষণসহ স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, তদন্ত করে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply