♦শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গভীর নলকূপের দ্বন্দ্বকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার আটমুল জগদীশ পাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি গভীর নলকূপের মালিকানা ও পানি সেচ ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষ মোফাজ্জল ও তার সাঙ্গ পাঙ্গরা দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী নিজাম উদ্দিন এর বসত বাড়িতে হামলা চালায়।হামলাকারীরা ঘরে থাকা ফ্রিজ স্টিলের বাক্সে আসবাবপত্র ও দুইটি পল্লী বিদ্যুতের মিটার ভাঙচুর করে এবং নগদ ২ লক্ষ ৭০হাজার টাকা,৩ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান কাগজ পত্র লুটপাট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী জানান ।
ঘটনায় প্রত্যক্ষদর্শী নাজিমুদ্দিন বলেন, প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন নেতৃত্বে ২০ জনের একটি সঙ্ঘবদ্ধ চক্র আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে। আমার আলমারিতে থাকা নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও মূলবান কাগজপত্র নিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ-বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান , ঘটনাটি পরিদর্শন করা হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.