♦শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ভাকুন্দাহার গ্রামে জোরপূর্বক নলকূপ ও বসত বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভাকুন্দাহার গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মাহবুবুর রহমানের বসতবাড়ির ও নলকূপের পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করায় বিপাকে পড়েছেন। প্রায় ৪০ বছর যাবৎ আমাদের বাড়ির পানি যে দিক দিয়ে নিষ্কাশন হতো সেই পথটি প্রতিপক্ষরা বন্ধ করে দেয়। আমাদের বাড়ির পানি বের হওয়ার মতো কোনো আর রাস্তা নেই। এতে করে গবাদি পশুর মলমূত্রসহ আমার বাড়ির পানি উঠানে আটকে থাকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
২৫ দিন আগে ভুক্তভোগী পরিবারের বসত বাড়ির পানি নিষ্কাশনের একমাত্র ড্রেন পেশি শক্তির জোরে বন্ধ করে প্রতিবেশী আশরাফ আলী (৫৫)।
এতে বাড়ির ভিতর মারাত্মক পরিবেশ দুর্ভোগের শিকার অসহায় পরিবার। প্রতিবেশীকে বিভিন্ন ভাবে অনুরোধ করার পরেও কর্নপাত করেনি। বরং অকথ্য ভাষায় গালিগালাজ ও মার মুখী আচরণ করে।
এবিষয়ে আশরাফ আলী হাজি জানান , আগে যে দিক দিয়ে ড্রেন ছিল ওই পার্শ্বে কবরস্থান। অন্য দিক দিয়ে ড্রেন দেওয়ার মত জায়গা অাছে কোন সমস্যা হবে না।
কিচক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, ড্রেন বন্ধ করেছে এমন খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পানি নিষ্কাশনের জন্য উভয় পক্ষের সাথে সমাধান এর জন্য কথা বলেছি, প্রতিপক্ষ মানতে নারাজ।
এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.