1. admin@tadantapratidina.com : pratidina :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সাইবার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে Anti Cyber Crime Team   অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে পুঠিয়া- দুর্গাপুরের আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ সাবেক মন্ত্রী পুত্রের পিএস গ্রেফতার ৪ নং ভাংনী ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওয়ার্ডের যুব বিভাগ সেটআপ প্রোগ্রাম পায়রাবন্দে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল মিঠাপুকুরে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিউজিল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩২ ফিলিস্তিনে মিঠাপুকুরে ইসরায়েলের পতাকা পুড়িয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে বিএনপি’র পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,, অপরাধীকে আশ্রয় দেয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয়

অপরাধীকে আশ্রয় দেয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয়

  • প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

♦মোঃ লিটন শেখ, নিজস্ব প্রতিবেদকঃ-

শনিবার (৫ এপ্রিল) বিকেলে খুলনা মহানগরীর আড়ংঘাটা ঈদগাহ ময়দানে থানা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোঃ লিটন শেখ, নিজস্ব প্রতিবেদকঃ

অপরাধীকে আশ্রয় দেয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয় মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা যখন তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করেছিল তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের ওপর জুলুম নির্যাতন করে দু’হাজার ছাত্র-জনতাকে হত্যা ও ৩০ হাজারের বেশি মানুষকে আহত করেছে।’

তিনি বলেন, ‘খুন, গুম, অর্থ পাচারসহ দু’শতাধিক মামলার আসামি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শুরু হয়েছে। কোর্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও রেড অ্যালার্ট জারি করেছে।’

শনিবার (৫ এপ্রিল) বিকেলে খুলনা মহানগরীর আড়ংঘাটা ঈদগাহ ময়দানে থানা জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বি-পক্ষীয় বৈঠক আমাদের রাজনীতির জন্য ইতিবাচক। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক ঠিক থাকলেও বিভিন্ন কারণে সম্পর্কের টানাপোড়েন ছিল। একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক হবে সাম্যতা ও ন্যায্যতার ভিত্তিতে। কিন্তু বিগত সময়ে ভারত আমাদের উপর প্রভুত্বসুলভ আচরণ করে। সীমান্ত হত্যা, তিস্তার পানি চুক্তি, সংখ্যালঘু ইস্যুতে ভারত সবসময় আমাদের সাথে নানা টালবাহানা করে আসছে। ভারত ও তার জনগণ আমাদের শত্রু নয় কিন্তু ভারতের শাসকদল ক্ষমতাসীন বিজেপি ভয়াবহ সাম্প্রদায়িক একটা দল।’

বিগত ১৬ বছরকে জুলুম নির্যাতনের এক কালো অধ্যায় উল্লেখ করে সেক্রেটারি জেনারেল বলেন, ‘জামায়াত নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু। মানুষের দুঃখ, দুর্দশা লাঘবে জামায়াত সংগ্রাম করে যাচ্ছে। ইসলামী রাষ্ট্রের যে ধারণা মহান রব কোরআনে উল্লেখ করেছেন জামায়াত সেই আলোকেই এই বাংলাদেশকে গড়তে চায়। একটি শোষণ, বঞ্ছনা ও বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়বে যা ২৪-এর আন্দোলনের ছাত্র-জনতা বুকে ধারণ করে জুলুম নির্যাতন সয়েছে তবুও পিছপা হয়নি। ছাত্ররা নতুন বাংলাদেশ বিনির্মানে যে স্বপ্ন দেখছে জামায়াত তার সাথে একমত পোষণ করে। অতীতের জুলুম নির্যাতন দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ যদি নির্মান করা না যায় তাহলে আমাদের নতুন প্রজন্মের স্বপ্ন বৃথা যাবে।’

আর্ন্তজার্তিক ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক নেতৃবৃন্দের বিচার প্রসঙ্গে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নিজেদের বিচারক, সাজানো স্বাক্ষী দিয়ে আমাদের নিরপরাধ নেতাদের ফাঁসি দেয়া হয়েছে যা জনগণ মেনে নেয়নি। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর নামে ধর্ষণের মামলা দিয়ে জাতির সাথে উপহাস করা হয়েছে।

আগামী বছরের জুনে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ প্রসঙ্গে সেক্রেটারি জেনারেল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের তিনটি স্তম্ভ সাম্য, ন্যায়বিচার ও মানবিকতা। জামায়াতে ইসলামী এই তিনটিকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়বে। আমিরে জামায়াত মানবিক নেতা। ডা: শফিকুর রহমান এমন একটি বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। দেশের জনগণ যদি এই দায়িত্ব জামায়াতকে দেয়, তাহলে শোষকের ভূমিকাই নয় সেবকের ভূমিকা পালন করবে। জনগণ বিভিন্ন দলের শাসন দেখেছে বাকি রয়েছে শুধু ইসলামী দলের শাসন দেখতে। আমরা আলেম-উলামা পীর মাশায়েখসহ ইসলামী সমমনা দলের সাথে আলোচনা চলমান। ফলে আপনারা আগামীতে ইসলামের পক্ষের শক্তিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠালে মানুষের প্রত্যাশা পূরণে সে সরকার কাজ করবে, ইনশাআল্লাহ।’

থানা আমির মাওলানা মুনাওয়ার আনসারীর সভাপতিত্বে ও মো: রিয়াজুল ইসলাম এবং মাওলানা মাহদী আল-হাদীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান ও মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক ইকবাল হোসেন, দিঘলিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দৌলতপুর থানা আমির মাওলানা মুশাররফ আনসারী, শেখ আশরাফ হোসেন প্রমুখ।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার দামোদর পূর্বপাড়া সরকারি প্রাইমারী স্কুল মাঠে ফুলতলার দামোদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শাব্বির আহমতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম। পরে সকাল ১০টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর কলেজ মাঠে আটলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনীতে এবং রাতে দক্ষিণ শিরোমনিতে যুব বিভাগের ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি