হ্যামিল্টন, নিউজিল্যান্ড | ১৩ এপ্রিল ২০২৫ রোববার, ওয়াইকেটো বিশ্ববিদ্যালয়ের The PA অডিটোরিয়ামে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদ্যাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। আয়োজক ছিলো ওয়াইকেটো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (WBSA)। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়।
দিনব্যাপী এই আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাংলা গান ও নৃত্য পরিবেশনা,মুখচিত্র অঙ্কন মেহেদী ডিজাইন, সুস্বাদু বাংলা খাবার।
রঙিন পোশাকে নববর্ষকে স্বাগত জানিয়ে সবাই একত্রিত হন এক আনন্দঘন পরিবেশে। পুরো আয়োজনজুড়ে ফুটে ওঠে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও মিলনমেলার সৌন্দর্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইকাটো বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নূর ইসলাম নূর। এছাড়াও অনুষ্ঠানের পরিকল্পনা ও সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড. দেলোয়ার হোসেন বেগ, ড. লায়লা আরজুমান আরা, এস এম দিদারুল আবেদীন, মো: জাহিদুল ইসলাম, নাজিয়া সেতু, মুনাজ জাহান, রোটারিয়ান সাবিনা ইয়াসমিন, রবিউল ইসলাম শান্ত, মাহমুদ, সালেহ, আমিরা, তাহমিদ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BANZI সভাপতি মেহেদী হাসান খান চৌধুরী, শায়রা আলম প্রিয়াংকা এবং BCWI সভাপতি খালেদ বিন মুরাদ, সহ সভাপতি সঞ্জয় সাহা, জেনারেল সেক্রেটারি এমরান খান। এছাড়াও WBSA-এর নিবেদিতপ্রাণ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে সম্পন্ন হয় পুরো আয়োজন।
অনুষ্ঠান শেষে নূর ইসলাম নূর বলেন, “প্রবাসে থেকেও আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছি—এই আয়োজন তারই প্রতিফলন। এই আয়োজন আমাদের একে অপরের সাথে বন্ধনের নতুন মাত্রা যোগ করেছে।”
সকল অংশগ্রহণকারী, অতিথি এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে নতুন বছরের শুভকামনা জানানো হয়। সাথে বাংলাদেশের সকল অর্থনৈতিক উজ্জ্বল ভবিষ্যৎ এবং শুভ কামনা করেন।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply