আজ বুধবার ( ১৬/০৪/২০২৫ ) রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং ভাংনী ইউনিয়নের উদ্যোগে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তব্য রাখেন: মাওলানা মুস্তাফিজুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,, ৪ নং ভাংলী ইউনিয়ন শাখা, মিঠাপুকুর , রংপুর।
বিশেষ বক্তব্য রাখেন: আহসান হাবিব, যুব বিভাগ ইউনিয়ন সভাপতি।
আরো বক্তব্য রাখেন: শামীম ওসমান, ইউনিয়ন সেক্রেটারি ৫ নং ওয়ার্ড যুব বিভাগ, ৪ নং ভাংনী ইউনিয়ন শাখা,মিঠাপুকুর , রংপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ভাংনী ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন : মোঃ হাবিবুর রহমান সভাপতি ৫ নং ওয়ার্ড ৪ নং ভাংনী ইউনিয়ন শাখা,মিঠাপুকুর , রংপুর।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply