আজ বুধবার ( ১৬/০৪/২০২৫ ) রংপুরের মিঠাপুকুর উপজেলার হুলাশুগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং ভাংনী ইউনিয়নের উদ্যোগে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তব্য রাখেন: মাওলানা মুস্তাফিজুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী,, ৪ নং ভাংলী ইউনিয়ন শাখা, মিঠাপুকুর , রংপুর।
বিশেষ বক্তব্য রাখেন: আহসান হাবিব, যুব বিভাগ ইউনিয়ন সভাপতি।
আরো বক্তব্য রাখেন: শামীম ওসমান, ইউনিয়ন সেক্রেটারি ৫ নং ওয়ার্ড যুব বিভাগ, ৪ নং ভাংনী ইউনিয়ন শাখা,মিঠাপুকুর , রংপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ভাংনী ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন : মোঃ হাবিবুর রহমান সভাপতি ৫ নং ওয়ার্ড ৪ নং ভাংনী ইউনিয়ন শাখা,মিঠাপুকুর , রংপুর।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.