অনুপম হাসান ফরিদ,জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জঃ
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পুত্র, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) কামরুজ্জামান হীরাকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৬ এপ্রিল বুধবার ঢাকা মহানগর ডিবি পুলিশ পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ৫ আগষ্টের পর কামরুজ্জামান হীরার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রূপগঞ্জ থানায় রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।।অনুপম হাসান ফরিদঃ(০১৭১১৯৭০৫০৭)নারায়নগঞ্জ রুপগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.