♦মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ- বগুড়ার শিবগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী মহিলা দল কিচক ইউনিয়ন শাখার নতুন ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬মে) বিকেলে কিচক ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল মহিলা দলের নেত্রীবৃন্দের উপস্থিতিতে নতুন ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম এর সভাপতিত্বে কিচক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম,কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান,সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন,শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি,উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান।
উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন,সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আক্তার,মহিলা নেত্রী বিউটি বেগম, সুলতানা খাতুন, জাহানারা আক্তার, শাহিদা আক্তার, শাহেরা খাতুন, কুয়াশা আক্তার, খাদিজা আক্তার,কিচক ইউনিয়নের যুবদলের সভাপতি রমজান আলী রিপন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিজু আহমেদ, কিচক ইউনিয়ন তাঁতি দলের সভাপতি এনামুল হক, ইউপি সদস্য রায়হান আলী সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩বারের প্রধানমন্ত্রী,আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরায় বিশেষ দোয়া করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.