প্রতিদিন ডেস্কঃ
যশোরের শার্শায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড ও ফারুক হোসেন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে শার্শা উপজেলার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা, গৌরপাড়া ও নিজামপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান, তাদের কাছে গোপন খবর আসে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। পরে ঘটনাস্থলে গিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ১টি, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ টি মামলায় অর্থদণ্ড এবং অভিযুক্ত ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
অভিযানকালে শার্শা থানার অফিসার ইনচার্জ ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply