1. admin@tadantapratidina.com : pratidina :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু: শিকলে বন্দী অবস্থায় মেলে মরদেহ শিবগঞ্জে রায়নগর ইউনিয়ন ভূমি অফিস ভবনের লে-আউট কাজের শুভ উদ্বোধন শার্শায় অবৈধভাবে বালু-মাটি তোলায় জেল-জরিমানা ভারতে হামলার খবর ভুয়া, দাবি পাকিস্তানের আওয়ামী লীগের বিচার প্রশ্নে অনাস্থার জায়গা তৈরি হয়েছে, রাতেই ফয়সালা: নাহিদ শিবগঞ্জের বিউটি পার্কে আইন অমান্য করে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রাখার অভিযোগ শিবগঞ্জের কিচকে সড়ক ও জনপদের জায়গা দখল করে লক্ষ লক্ষ টাকার বাণিজ্যে শিবগঞ্জে কিচক ইউনিয়ন মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন  দেশের সাইবার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে Anti Cyber Crime Team   অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে পুঠিয়া- দুর্গাপুরের আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ

শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু: শিকলে বন্দী অবস্থায় মেলে মরদেহ

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭০ বার পাঠ করা হয়েছে

 

♦মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ- প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে সাইফুল ইসলাম (৩৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত সাইফুল উপজেলা সদর ইউনিয়নের মেদনিপাড়া গ্রামের জামালের পুত্র। গত বৃহস্পতিবার নিজ বাড়ি ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি তার মৃত্যু স্বাভাবিক। এ ঘটনায় ওই এলাকায় রহস্যেও সৃষ্টি হয়েছে।

 

 

 

স্থানীয়রা জানায়, ছাইফুল একজন মেধাবী ছাত্র ছিল। কিন্তুু হঠাৎ ব্রেনের সমস্যার কারণে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর পরিপেক্ষিতে গত রমজান মাস পর থেকে তাকে ঘরের ভিতরে হাত-পা শিকল ও ডান্ডা দিয়ে বেঁধে রাখে তার পরিবারে সদস্যরা। এমনকি পরিবারের সদস্যরা তাকে বাইরের কারো সঙ্গে সাক্ষাৎ করতে দিতেন না। প্রতিবেশীদের কেউ কেউ বিষয়টি জানলেও প্রতিবাদ করার সাহস পাননি।

 

পার্শ্ববর্তী বাড়ির রাশেদা বিবি বলেন ঘরে বন্দী করা অবস্থায় সে ডাকাডাকি করে বলতো আমাকে পানি খাওয়াও, আমাকে দুধ খাওয়াও কিন্তু কাউকেই তার সাথে দেখা করতে বা পানি বা অন্য কিছু খাওয়াতে দিত না তার বাপ, ভাইসহ পরিবারের সদস্যরা। গত পাঁচ দিন যাবত তার কোন হাক ডাক শুনতে পাচ্ছিলাম না আমরা আমার মনে হয় এর মধ্যেই সে মারা গিয়েছে। মৃত্য সাইফুলের জ্যাঠাতো ভাই আনিছার বলেন,তাকে চিকিৎসা না করে বিনা চিকিৎসায় ধুকে ধুঁকে মেরে ফেলেছে, আমরা যদি কখনো তাকে দেখতে যাইতাম বা তাকে কোন কিছু খাবার দিতে যাইতাম তার বাবা মা বলতো এ খাবার খেয়ে যদি কোন সমস্যা হয় তার দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে আমি মনে করি তাকে চিকিৎসা না করে খাবার না দিয়ে মেরে ফেলা হয়েছে।

 

 

স্থানীয় জনপ্রতিনিধি( ওয়ার্ড মেম্বার) এর ছেলে শাফিউল আলম শাকিল বলেন সাইফুল ইসলাম কখনোই আমাদের সাথে খারাপ ব্যবহার করত না সেটা ভালো থাকা অবস্থায় অথবা যখন মানসিক বিকৃতি ঘটে তখনও আমার মনে হয় এই দেড় মাস ধরে ঘরে বন্দি থাকার কারণেই অসুস্থ হয় তাকে চিকিৎসা না করার কারণে তার মৃত্যু হয়েছে।এলাকাবাসীএটিকে “অস্বাভাবিক ও রহস্যজনক মৃত্যু” বলে সন্দেহ করছেন।

 

এলাকাবাসীর দাবি, ঘটনার পেছনে যদি মানবাধিকার লঙ্ঘন বা অবহেলা থাকে, তবে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 

 

এদিকে মৃত সাইফুলের ভাই শাহিনুর ইসলাম বলেন আমার ভাই একজন ভালো ছাত্র ইংলিশে ভালো পারদর্শী ছিল, ইংলিশে কথা বলতো। ২০০৭ সালে আমি বিদেশে ছিলাম তখন সে পুলিশে ভাইবা দিয়ে পুলিশে চাকুরী হয়েছিল, হঠাৎ করে ব্রেনের সমস্যা হওয়ার কারণে আর চাকরি করতে পারে না সে। আমরা তাকে বহুবার পাবনা মেন্টাল হাসপাতালে চিকিৎসা দিয়েছি চিকিৎসা দেওয়ার পরে সে সুস্থ হয়ে ৬ মাস ১ বছর ভালো থাকে পরে আবারো অসুস্থ হয়। চিকিৎসা দিলে ভালো হয়। যখন পাগল হয় তখন বিভিন্ন লোকদেরকে মারধর করে। এইবার রোজার মধ্যে সে অসুস্থ বেশি হলে আমরা তাকে ঘরে বন্দি করে রাখি। আমি নিজেই তাকে নিয়মিত ওষুধ ও খাবার খাওয়াতাম। মৃত্যুর চার-পাঁচ দিন আগে থেকে হঠাৎ করে খাওয়া-দাওয়া কমে যায়। মৃত্যুর দিনে দুপুরে আমি খাবারদাবার ঔষধ নিয়ে ঘরে প্রবেশ করে দেখি সে মৃত্যুবরণ করেছে শাহিনুর ইসলাম বলেন এটা স্বাভাবিক মৃত্যু এটা কোন অস্বাভাবিক মৃত্যু নয়।

 

 

শিবগঞ্জ থানা তদন্ত অফিসার আব্দুস শুকুর বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের

রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি