♦মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জে রায়নগর ইউনিয়ন ভূমি অফিসের একতলা ভবনের লে-আউট কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ই মে)দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান তার বক্তব্যে বলেন,"প্রধান উপদেষ্টার ডিজিটাল বাংলাদেশ এবং সেবা প্রাপ্তির অধিকারের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিস আধুনিকায়নের কাজ চলমান। ভবিষ্যতে সাধারণ মানুষকে আরও সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এই অবকাঠামো সহায়ক ভূমিকা পালন করবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভবনটির নির্মাণকাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৯ লাখ টাকা। ভবনটি নির্মিত হলে ইউনিয়ন ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।
এই ভবন নির্মাণের ফলে স্থানীয় জনগণ এখন থেকে আধুনিক ও সুশৃঙ্খল পরিবেশে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন বলে জানান রায়নগর ইউনিয়নের বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.