♦মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রী মোকামতলা শাখার বাস্তবায়নে নেটজ বাংলাদেশ আর্থিক ও কারিগরী সহযোগিতায়, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধ কল্পে শিবগঞ্জের কিচক ইউনিয়ন ভূমি অফিসে নৈতিক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪শে মে) সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভা হোপ প্রকল্প পল্লীশ্রী মোকামতলা শাখার প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক এর সঞ্চালনায় এবং কিচক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রানু পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানার কিচক ইউনিয়নের দায়িত্বরত বিটপুলিশ এস অাই মিজানুর রহমান মিজান।
এসময় বক্তারা সমবেত সকলের উদ্যেশ্যে বলেন, দেশে মাদক, অবৈধ অস্ত্র, বাল্যবিবাহ ও ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বক্তারা আরও বলেন, শতকরা ৭০ জনের বাল্যবিবাহ হয়। কিশোর বয়স থেকেই অনেকে মাদক সেবন করে এর সহজলভ্যতার কারণে। অবিভাবকরা তাদের সন্তানকে বাহিরে সময় কাটানোর বিষয়ে নজর রাখতে হবে তারা যেন রাতে বাহিরে না থাকে, ঘরে ঘরে নারী ও শিশুরা নির্যাতিত অসম বিয়ের কারণে। আর এসব থেকে মুক্তি পেতে হলে সকল অভিভাবককে সতর্ক হতে হবে যাতে করে এক শিশুর গর্ভে অন্যশিশু জন্ম না নেয়। আপনারা জরুরি সেবা ৯৯৯ কল করে অভিযোগ করবেন, আর ইউনিয়নব্যাপি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে বিভিন্ন কার্যকরী উদ্দ্যোগ গ্রহণের জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান বক্তারা।
কিচক ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রানু পারভীন বলেন, দালালরা ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে. ভূমি অফিসে খাজনা পরিশোধ করতে গেলে দালালরা দর কষাকষি করে সরকার কর্তৃক নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করে,।এই পরিস্থিতিতে, ভূমি অফিসের কার্যক্রম স্বাভাবিক ভাবে চলতে বাধা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে,ভূমি অফিসের বাহিরে দালালদের সংখ্যা সরকারি কর্মচারীদের চেয়ে বেশি, এবং তারা সরকারি কর্মচারীর মতো কাজ করে।দালালরা ভুল তথ্য তৈরি করে এবং পুনরায় তা ঠিক করার জন্য ভূমি মালিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।দালালরা খাজনার হিসাব নির্ধারণ করে এবং সরকার কর্তৃক নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায় করে। তাই আপনারা নিজেদের কাজ নিজেরাই নিয়ে আসবেন। আমার এই অফিসে কোন টাকা বা ঘুষ লাগেনা। হাফ শতক জমি থাকলেও অবশ্যই খারিজ খাজনা দিতে হবে, কারন খাজনা খারিজ না দিলে আইনের আওতায় নিয়ে আপনার জমি সরকারি জমি হিসেবে গন্য হবে। আর জমির খাজনা খারিজ করতে দালালদের খপ্পরে না পরে নিজেরাই ভূমি অফিসের সকল সেবা গ্রহন করবেন।আর বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে। আপনাদের আশেপাশে যে কোন অপরাধ সংগঠিত হলে অবশ্যই দ্রুত আইনী সহায়তা গ্রহণ করবেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন ,হোপ প্রকল্প পল্লীশ্রীর ফিল্ট ফ্যাসিলিটেটর আখেরা খাতুন,সদস্য সুরাইয়া,কহিনুর
,জাকিয়া,সোহেল রানা,আব্দুস সামাদ,রায়হান,আলী, মিলন,রন্জনা,মারতেনী,বেলাল,গ্বনেশ,সমশর,লেবুসহ আরো অনেকেই।
পরিশেষে দুপুরের খাবার বিতরণ করে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা অনুষ্ঠান সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ লিটন শেখ
ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ হৃদয় হাসান সাকিব নির্বাহী সম্পাদক : নাছির হাওলাদার আইন উপদেষ্টা: এ্যডভোকেট মাহে আলম সহ-সম্পাদক:তাজুল ইসলাম তালুকদার হিরু মফস্বল সম্পাদক :মোঃ রইস উদ্দিন রিপন বার্তা সম্পাদক: এ আর খান লিটন
মোবাইল নংঃ-০১৯৭৩৩০৭৯২৯ (সম্পাদক ও প্রকাশক)
Copyright © 2025 তদন্ত প্রতিদিন. All rights reserved.