♦মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার(২৫মে) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার ও ভেটেনারী আইন লঙ্ঘনের দায়ে দুই জন ব্যাবসায়ীকে পৃথক মামলায় দুইজনকে মোট ১৬,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন শিবগঞ্জ উপজেলা ভেটেনারী সার্জন ডা.তুষার আহমেদ।
অভিযানকালে মহাস্থান বাজারের সাদিয়া ড্রাগস এবং মাসুদ রানার ভেটেনারী ঔষধের দোকান পরিদর্শন করা হয়। সেখানে পশু ও মৎস্য খাদ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে অভিযান চালিয়ে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৮ ধারায় অপরাধে ২০ ধারায় শাস্তি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযুক্ত দুই ব্যবসায়ীকে ভেজাল ও অনুমোদনহীন ভেটেনারী পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানান,জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদ সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply