
মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে হিমাগার ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলার কিচক বলরামপুর এলাকায় শাহ সুলতান হিমাগার ও হিমাদ্রী লিমিটেডের সামনে এ সভার আয়োজন করেন স্থানীয় আলু ব্যবসায়ী ও কৃষকরা।
সমাবেশে বক্তব্য রাখেন, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, বলরামপুর আলু ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোস্তফা মন্ডল।
সহ-সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আবু তালেব, কৃষক আঃ মালেক, আফজাল হোসেন, আঃ বারিক ও তোফাজ্জল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্ধারিত প্রতি কেজি আলুর ভাড়া ৫.৫০ টাকা হলেও স্থানীয় হিমাগারগুলো কোনো বৈধ কারণ ছাড়াই ৬.৭৫ টাকা করে নিচ্ছে। এতে কৃষক ও খুচরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা অবিলম্বে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবি জানান।
এ বিষয়ে হিমাদ্রী লিমিটেডের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, “আমরা সরকারি নির্দেশনাতেই নতুন ভাড়া বাস্তবায়ন করেছি। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply