
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ই জুলাই) বিকেলে কালুগাড়ী-চন্দ্রহাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু,সাধারণ সম্পাদক আইনুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন,বিএনপির নেতা সুজাউদ্দৌলা সুজা,যুবদলের নেতা রাসেল মাহমুদ সবুজ।
এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল, সাবেক ইউপি সদস্য নুনু মন্ডল,সাবেক ইউপি সদস্য কুদ্দুস মন্ডল,বিএনপির নেতা হারুন সরকার,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি তাহাজ্জত হোসেন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ,ছাত্র দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সেলিম রহমান,উপজেলা সেচ্ছাসেবক দলের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তানজিম সেতু।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য ,দুখু মিয়া,আমিরুল ইসলাম,সনি,নজরুল ইসলাম,আব্দুর রাজ্জাক,আলম,আনারুল ইসলাম,জাহিদুল ইসলাম,,তাইজুল ইসলাম,হজরত আলী সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ বলেন, বিএনপি একটি বড় দল, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। গত ৫ আগস্ট বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পরিকল্পনায় আন্দোলন সংগ্রামের মধ্যেমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন সেই দলের উপর মানুষের ভরসা। আর এই দলে কোন মাদক কারবারি, মাদক সেবনকারী, চাঁদাবাজ, ধর্ষকসহ কোন অপরাধী সদস্য হতে পারবে না। যারা এই দলের সদস্য হবে তারা পরিচয় দিতে পারবে শহীদ জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেতী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের সদস্য। আওয়ামী লীগপন্থী লোকজন অনুপ্রবেশ না করতে পারে, সে বিষয়ে নেতা কর্মীসহ সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি অারো বলেন,দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন এ কর্মসূচির ভেতরে ঢুকতে না পারে, সেদিকে সতর্ক থেকে যাচাই-বাছাই করে সদস্য করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি চালু হয়েছে। এর মাধ্যমে বিএনপিকে তৃণমূলে আরও সংগঠিত ও গতিশীল করে তোলা হবে। একই সঙ্গে নেতারা সতর্ক করেন, নতুন সদস্য সংগ্রহের এই কর্মসূচির ভেতরে যেন আওয়ামী লীগপন্থী লোকজন অনুপ্রবেশ না করতে পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply