
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের নাজির শেখ এর ছেলে মুন্নু মিয়ার
মোবাইল ও ইলেকট্রিক দোকান মেসার্স মুরাদ টেলিকম এ চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, কার্তিকের বাড়ি রাজশাহী, দীর্ঘ দিনের বন্ধুতের সম্পর্কের কারনে মুন্নু মিয়ার বাড়িতে ঘুরতে আসে কার্তিক চন্দ্র শাহ। প্রায় এক সপ্তাহে মুন্নু মিয়ার বাড়িতেই থাকছেন কার্তিক চন্দ্র শাহ। প্রতিদিন মুন্নু মিয়ার সাথেই সব জায়গায় চলাফেরা করতেন তার বন্ধু কার্তিক। এমনকি একসাথে দোকানেও নিয়ে আসতেন মুন্নু মিয়া। এক পর্যায়ে কার্তিক চন্দ্র শাহ মুন্নু মিয়ার দোকান থেকে মোবাইলের মূলবান সার্কিট ও ২০-২২টি এন্ড্রয়েড ফোনসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে মুন্নু মিয়া ‘শ্রী কার্তিক চন্দ্র সাহা (৪৫) ও শ্রী গনেশ(৫০) এর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বলরামপুর গ্রামের নাজির শেখের পুত্র মুন্নু মিয়ার বন্ধু রাজশাহীর শাহ মুখদুম উপজেলার বাগানপাড়া গ্রামের বাসিন্দা জীবনদাসের পুত্র শ্রী কার্তিক চন্দ্র সাহা (৪৫) বেড়ানোর উদ্দেশ্যে আসে।
এক সপ্তাহে মুন্নু মিয়ার বাড়িতে থাকার পর মুন্নু মিয়ার কিচক বাজারে মেসার্স মুরাদ টেলিকম নামের মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক পন্যের দোকান আছে ।
গত শুক্রবার (১ই আগষ্ট) বাড়িতে বেড়াইতে আসা বন্ধু কার্তিক চন্দ্র সাহাকে দোকানে রেখে মুন্নু মিয়া জুম্মার নামাজ আদায় করতে যান মসজিদে। নামাজ পড়ে দোকানে এসে দেখে বন্ধু কার্তিক চন্দ্র সাহা দোকানে নেই। দোকানের ভিতরে গেয়ে দেখতে পান দোকানের মধ্যে ব্যাগে রক্ষিত ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকার মোবাইল ফোনের ব্যাগ ও নাই। তখন তিনি ব্যবহৃত মোবাইল ফোনে ০১৭৬২-৭৪৬৩৯৫ নাম্বারে ফোন দিয়ে ফোন বন্ধ পায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর বাদলাদিঘী পাড়েরমাতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইব্রাহিম ও গুপিনাথপুর নয়াপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রশিদ জানান,কিছুক্ষন আগে তার বন্ধু কার্তিক চন্দ্র শাহ একটি ভর্তি ব্যাগ দোকান থেকে নিয়ে বাহিরে গেলেন।
বিষয়টি কার্তিক চন্দ্র শাহের আপন ভাই শ্রী গনেশকে তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৭৩১-৫০০৫৯১ নাম্বারে যোগাযোগ করিলেও যোগাযোগ করা সম্ভব হয় নাই। নিরুপায় হয়ে মুন্নু মিয়া কার্তিকের পরিবারকে এবিষয়ে জানানো হলে কার্তিকের সাথে তাদের কোন প্রকার যোগাযোগ নেই, কার্তিক চন্দ্র শাহ বিরুদ্ধে থানায় মামলা করতে বলেন তার পরিবার।
এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহিনুজ্জামান জানান, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply