
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে মোকামতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে চলনাকাঁথী ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোকামতলা ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা শামসুল আলম এর সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী মর্তুজা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন,সহ-সভাপতিত্ব করেন মোকামতলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা হায়দার আলী।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, মোকামতলা ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা ফেরদৌস রহমান, প্রচার সেক্রেটারি শফিকুল ইসলাম, রাজনৈতিক সেক্রেটারি ডা. মোস্তাক আহম্মেদ ইকবাল, অফিস সেক্রেটারি সানাউল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য জাকিরুল ইসলাম মিরাজ, এবং যুব বিভাগের সভাপতি এমদাদুল হক।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শের প্রচার বৃদ্ধি এবং আগামীর রাজনৈতিক প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে মোকামতলা ইউনিয়নসহ আশপাশ এলাকার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply