
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয় অর্জন করেছে।
বুধবার (২২শে অক্টোবর- ২৫) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মাদ্রাসা প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
নির্বাচনে মোট ২০৮ জন ভোটারের মধ্যে ১৬০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ৮টি।
অভিভাবক সদস্য ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে বিএনপি মনোনীত পূর্ণ প্যানেল নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করে।
ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন:-
এবতেদায়ী স্তরের মোঃ ইদ্রিস আলী – ৪০ ভোট, মোঃ লিটন শেখ ৩৬ ভোট, দাখিল স্তরে মোঃ হেলাল উদ্দিন সরকার ৭২ ভোট, মোঃ ফারুক হোসেন ৭০ ভোট এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ খালেদা আক্তার ১১২ ভোট পেয়ে এ নির্বাচনে একক প্যানেলের সকল প্রার্থী বিজয়ী লাভ করেন।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রউফ।
উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মোঃ আব্দুল হাকিম, সহ-সুপার মোঃ মোখলেছার রহমান এবং উপ-পুলিশ পরিদর্শক মোঃ ছাইদুল হোসেন নেতৃত্বাধীন পুলিশের একটি টিম।
বিজয়ী প্রার্থীরা বলেন“ অভিভাবকদের ভালোবাসা ও আস্থার প্রতিদান হিসেবে আমরা শরিফ খাঁন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”
অভিভাবক সমাজের পক্ষ থেকে জানানো হয়, এই পূর্ণ প্যানেলটি সৎ, পরিশ্রমী ও শিক্ষার উন্নয়নে নিবেদিত একটি দল। তাদের বিজয়ে অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মানিক, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন, ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজু,সাংগঠনিক সম্পাদক আইনুল হক, কিচক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,কিচক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডল, উপজেলা যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ,কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান,স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ,সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন, ইউপি সদস্য নুনু মন্ডল, সাবেক ইউপি সদস্য আঃ কুদ্দুস মন্ডলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক ও প্রশংসনীয়।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply