
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বৃহস্পতিবার (৬ই নভেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক উচ্চ বিদ্যালয়ের মাঠজুড়ে ছিল জনসমুদ্রের ঢেউ। ধানের শীষের কর্মীসভা যেন রূপ নিল এক বিশাল গণসমাবেশে। প্রিয় নেতা মীর শাহে আলম কর্মী সভায় আসবেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের পর গ্রাম থেকে মানুষ দলে দলে এসে ভরিয়ে তোলে কিচক উচ্চ বিদ্যালয় মাঠ। তরুণদের মিছিল, প্রবীণদের উপস্থিতি, নারীদের অংশগ্রহণ, সব মিলিয়ে কিচক হয়ে ওঠে গণজাগরণের কেন্দ্রবিন্দু। মাঠে জায়গা না পেয়ে শত শত মানুষ স্কুলের বিল্ডিংয়ে উঠে বক্তৃতা শোনেন।
চারদিক মুখর হয়ে ওঠে স্লোগানে, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষের জয় হোক, মীর শাহে আলম এগিয়ে চলো!
বিকাল ৪টায় শুরু হওয়া কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী মীর শাহে আলম।
উপস্থিত জনতার বিপুল ঢল দেখে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, এটা শুধু কর্মীসভা নয়, এটা গণজাগরণের ঘোষণা।
বগুড়া-২ আসনের কিচক এলাকার মানুষ আবারও প্রমাণ করেছে—তারা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান ও ধানের শীষকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে।
তিনি আরও বলেন, বিএনপি যা বলে তাই করে। জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, ধোঁকাবাজি, ভন্ডামি ছাড়া জনগণকে তাদের দেবার কিছু নাই। এরশাদ যেমন সকাল বিকাল একেক কথা বলতেন, তেমনি জামায়াতও সকাল বিকাল কথা পরির্তন করে। পবিত্র ইসলাম ধর্মকে পুঁজি করে সারাদিন মিথ্যা কথা বলে ধোঁকাবাজি করা তাদের স্বভাব। ধর্মপ্রাণ মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করা, মহানবী (সাঃ) কে অবমাননা করতেও তাদের বুঁক কাঁপেনা।
এসময় তিনি বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসা কার্ডসহ জনাব তারেক রহমানের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, , সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক,সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীন ছাত্র নেতা রাজা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ঠান্ডু, আফছার আলী, তোফায়েল আহমেদ সাবু, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান।
এ সময় উপস্থিত ছিলেন, কিচক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অাকতারুজ্জামান মহসীন , সিনিয়র সহ সভাপতি নুর আলম, সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,সহ-সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, সহসভাপতি আঃ আলীম, আঃ মান্নান, যুবদলের সভাপতি রমজান আলী রিপন,সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির নেতা তারেক, শাহীন, কিচক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন,,কিচক বন্দর যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি, তাঁতি দলের সভাপতি এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল,সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম, কিচক বন্দর ছাত্রদলের সভাপতি শাহ জালাল, সাধারণ সম্পাদক রব্বানী, সাংগঠনিক সম্পাদক বাসেদসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে, এ অঞ্চলের জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত, আর সেই পরিবর্তনের নেতৃত্বে আছেন মীর শাহে আলম।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply