
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ- বগুড়া শিবগঞ্জ উপজেলা পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশন-এর বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ই নভেম্বর-২০২৫) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের ধর্মবিষয়ক সম্পাদক বায়োজীদ হোসেন।ও পবিত্র গীতা পাঠ করেন পল্লব কুমার মহন্ত।
শাহজান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. নাসরিন পারভীন।তিনি বলেন—“প্রাণিসম্পদ বিভাগকে সঠিকভাবে সেবা দিতে হলে পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা অপরিসীম। আপনারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রাণিসেবা দিয়ে থাকেন, যা আমাদের সীমিত জনবলে সম্ভব নয়। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। প্রয়োজনে আমাদের কাছে রেফার করবেন।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ববি রানি,আব্দুল মমিন,এআই টেকনিশিয়ান আবুল কালাম আজাদ,আব্দুল খালেক,সহ অফিস স্টাফ এছাড়া বক্তব্য প্রদান করেন—নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা পল্লী প্রাণী প্রাথমিক চিকিৎসক অ্যাসোসিয়েশন, সাংগঠনিক সম্পাদক,আনারুল ইসলাম,আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক, মোকামতলা ইউনিয়ন,কায়েস খলিফা, সাধারণ সম্পাদক, শিবগঞ্জ ইউনিয়ন,আব্দুল ওয়াহেদ, আটমুল ইউনিয়ন,আলহাজ্ব আনোয়ার হোসেন, বুড়িগঞ্জ ইউনিয়ন,নুরে আলম, পিরব ইউনিয়ন
কর্পোরেট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিবেক অ্যানিমেল কেয়ার লিমিটেড-এর এএসএম আশরাফুল ইসলাম সবুজ,আরএসএম আতাউর রহমান,এবং মার্কেটিং অফিসার।এছাড়াও উপস্থিত ছিলেন অ্যানিমেল হেলথ অর্গানাইজেশন শিবগঞ্জ (আহজ) এর সভাপতি মিলনসহ তাঁর প্রতিনিধি দল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত – রঞ্জু, সজল,আতিক, ইব্রাহিম, সেকেন্দার আলী, আরিফ হোসেন,আব্দুর রহিম, আব্দুল মতিন,সহ আরও সহস্রাধিক সদস্য।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৃত্যুবরণকারী প্রাণি চিকিৎসকদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply