
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা বিএনপি।১০২৮ মসজিদে জিয়া পরিবারের জন্য দোয়া এবং প্রতিটি মসজিদে একযোগে দুই লক্ষ মুসল্লীর মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ।
শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বাদ জুমা উপজেলার ৬০০ টি গ্রামের পাড়া-মহল্লায় প্রতিষ্ঠিত ১০২৮টি মসজিদে একযোগে জিয়া পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহুের মাগফেরাত , তার সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্হতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহুের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যের করে বিশেষ দোয়া করা হয়।
জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিটি মসজিদে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় টিমে বিভক্ত হয়ে উপস্থিত ছিলেন। তারা মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন, দোয়া মাহফিলে অংশ নেন এবং দেশের জন্য জিয়া পরিবারের অবদান তুলে ধরেন। ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলম নিজেও দেউলী ইউনিয়নের রহবল উত্তরপাড়া জামে মসজিদে দোয়ায় অংশ নেন।
দোয়া শেষে মসজিদ থেকে বের হবার পর নেতা-কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলমের পক্ষে ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ করেন এবং মুসল্লিদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
একযোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পুরো উপজেলায় প্রায় দুই লক্ষ মুসল্লীর কাছে ধানের শীষের বার্তা পৌঁছে যায়, যা শিবগঞ্জে বিএনপির একতা, শক্তি ও জনসমর্থনের প্রতীক হয়ে উঠেছে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply