ছুটি কাটাতে নানুবাড়ি এসেছে ঝিলাম, টুকটুকি ও তোজোমণি। ওদের সবারই মাথার চুল বেশ লম্বা।
একসঙ্গে মাথা লাগিয়ে মোবাইলফোনে ভিডিও দেখছিল ওরা। কেউই জানে না যে কারো না কারো উকুন আছে, হয়তো ছোটমণিরা তা বিশ্বাসই করতে চাইবে না, একসঙ্গে ওদের অভিভাবকরাও। ভিডিও দেখার মাঝেই ছড়িয়ে যেতে পারে অস্বস্তিকর উকুনেরা। এছাড়াও মাথায় খুশকি, শুষ্ক চুল ও নোংরা থাকার কারণে এ ধরনের সমস্যাগুলো লেগেই থাকে। মাথায় উকুন হলে রাতের ঘুম উড়ে যায় অনেকের। আবার অনেকের কোনো ধরনের অনুভূতিও হয় না। শিশুর মাথায় উকুন হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে সে অনবরত মাথা চুলকাবে। শিশু বা বুড়ো এ ধরনের সমস্যা থেকে রেহাই পেতে বেছে নিন ঘরোয়া টোটকা-
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply