স্টাফ রিপোর্টার মোঃ শাহাবুদ্দিন সেলিমঃ-সিরাজগঞ্জ র্যাব-১২, এর অভিযানে অভিনব কায়দায় লাগেজের ভিতর মাদকদ্রব্য পরিবহনকালে ২৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ১৪ মার্চ ২০২৫ ইং বিকাল ৫.৫০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড়ে জনৈক মোঃ আব্দুল আলীম এর ভ্রাম্যমান দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও তাদের সাথে থাকা গাঁজা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ ১৭৮০/-টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় মোঃ বিল্লাল মিয়া (২৯), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং- উক্তর বহুলাচরা, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার, মোঃ আজহারুল ইসলাম নয়ন (২২), পিতা- মোঃ আব্দুল আলীম, সাং- বরুড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।
জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply