♦মিজানুর রহমান,স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পর ভুক্তভোগী মা বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এই বিরোধ চরমে ওঠে এবং ছেলে তার বৃদ্ধ বাবা-মাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। আহত বাবা-মা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত মা আনোয়ারা বেগম বলেন, গত ১৫/৩/২০২৫ ইং শনিবার বিকেলে তার ছেলে আব্দুল হান্নান ও পুত্র বধু মনিশা ৫০ হাজার টাকার দাবি করে এবং তা দিতে রাজি না হলে বৃদ্ধ বাবা মাকে বেধড়ক মারপিট করে। তার ছোট ছেলে লুৎফর রহমান আগাইয়া আসলে তাকেও মারপিটে আহত করে। ঘটনায় তার বাবা লোকমান হোসেন বলেন, টাকা না পেয়ে তার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে আবারও বাবা -মাকে মারধরের হুমকি দিচ্ছে এবং সে শ্বশুর বাড়ি লোকজনের কথা মত চলে। শ্বশুর বাড়িতে বসবাসের জন্য জমি বিক্রি করেছে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান আছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply