“শিক্ষা, ঐক্য, প্রগতি”— এই মূলমন্ত্রকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়তা কেন্দ্র এবং অভিভাবকদের জন্য বিশ্রাম বুথ স্থাপন করেছে পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদল।
পায়রাবন্দ এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে স্থাপিত এই মানবিক উদ্যোগে পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজন মেটাতে সহযোগিতা করা হয়। একইসাথে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানির ব্যবস্থা রাখা হয়, যা এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ মমিনুল ইসলাম, সদস্য মোঃ সবুজ মিয়া এবং ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি এবং স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন শাখার আহ্বায়ক মোঃ রুবেল মিয়া।
নেতৃবৃন্দ জানান, শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেও ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply