1. admin@tadantapratidina.com : pratidina :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সাইবার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে Anti Cyber Crime Team   অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে পুঠিয়া- দুর্গাপুরের আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চান পুঠিয়া-দুর্গাপুরের সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ সাবেক মন্ত্রী পুত্রের পিএস গ্রেফতার ৪ নং ভাংনী ইউনিয়নের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং ওয়ার্ডের যুব বিভাগ সেটআপ প্রোগ্রাম পায়রাবন্দে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল মিঠাপুকুরে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন নিউজিল্যান্ডে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩২ ফিলিস্তিনে মিঠাপুকুরে ইসরায়েলের পতাকা পুড়িয়ে গাজায় গণহত্যার প্রতিবাদ পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নে বিএনপি’র পকেট কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,, অপরাধীকে আশ্রয় দেয়া কোনো গণতান্ত্রিক দেশের কাছে কাম্য নয়

দেশের সাইবার নিরাপত্তায় অগ্রণী ভূমিকা রাখছে Anti Cyber Crime Team  

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিশ্বে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাইবার অপরাধের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে অনলাইনে গুজব ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি, ধর্মীয় উস্কানি ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে Anti Cyber Crime Team.

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে, Anti Cyber Crime Team তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও কিংবা গুজবসমূহ দ্রুত শনাক্ত করে, সেগুলোর সত্যতা যাচাই-বাছাই শেষে যথাযথ পদক্ষেপ নেয়া হয়। যাচাইয়ে বিভ্রান্তিকর প্রমাণিত হলে তৎক্ষণাৎ তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করে টিমটি, যাতে সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত না হয়।

Anti Cyber Crime Team-এর একজন মুখপাত্র, জনাব কামাল প্রধান বলেন, “দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় আমাদের টিম প্রতিনিয়ত ২৪ ঘণ্টা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। অনলাইনে কেউ গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে আমরা তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি ও সংশ্লিষ্ট কনটেন্ট নিষ্ক্রিয় করে থাকি। পাশাপাশি, সাধারণ জনগণ কোন তথ্য শেয়ার করার পূর্বে অতি আবেগী না হয়ে সচেতনতার সাথে তথ্যটির সত্য মিথ্যা যাচাই করে শেয়ার করবে, এটা সকলের প্রতি আমাদের প্রত্যাশা।”

গত ৯ মাসে টিমটি বেশ কয়েক হাজার বিভ্রান্তিকর কন্টেন্ট শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ছড়ানো অপপ্রচার ঠেকিয়ে তারা দেশের সাইবার নিরাপত্তায় দৃঢ় অবস্থান তৈরি করেছে।

এছাড়া, Anti Cyber Crime Team বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইটে সাইবার দুর্বলতা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে থাকে, যা ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকা রাখছে।

সাম্প্রতিক সময়ে অনলাইনে ছড়িয়ে পড়া গুজব ও উসকানিমূলক পোস্টের কারণে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিলেও, Anti Cyber Crime Team-এর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এসব পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে— এমনটাই মনে করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি Anti Cyber Crime Team-এর গুরুত্বপূর্ণ আহ্বানঃ

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে Anti Cyber Crime Team সাধারণ ব্যবহারকারীদের প্রতি নিচের পরামর্শ দিয়েছেন এই টিমটি

কোনো পোস্ট শেয়ার বা মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করুন।

ভুয়া, উসকানিমূলক বা বিভ্রান্তিকর পোস্টে প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকুন।

সন্দেহজনক তথ্য বা অ্যাকাউন্ট চোখে পড়লে দ্রুত রিপোর্ট করুন।

Anti Cyber Crime Team দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে নিরলসভাবে কাজ করে চলেছে। গুজব দমন ও ডিজিটাল অপরাধ প্রতিরোধে তাদের কার্যক্রম ইতোমধ্যে জনগণের মাঝে আস্থা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও তারা একইভাবে জাতীয় সাইবার নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি