স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
গত ২১ মে ২০২৫ ইং তারিখে কুড়িগ্রাম,রাজারহাট উপজেলার চাকির পশা বিলে,মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে, মোবাইল কোট/অভিযান চালিয়ে মাছ ধরার প্রায় দুই লক্ষ টাকার রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলে। ১৯৫০ সংবিধান মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট অভিযানে রাজারহাট উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ আশাদুল হকের নেতৃত্বে প্রায় দুই হাজার মিটার, যার মুল্য প্রায় ২ লক্ষ টাকা হতে পারে। অবৈধ মাছ ধরার রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে, এবং মৎস্য অফিসারের মাধ্যমে আগুনে পুড়িয়ে ফেলে, যাহা পরবর্তীতে ছোট ছোট মাছগুলো বড় হতে পারে, এবং ডিম ওয়ালা মাছগুলো ডিম ছাড়তে পারে। এবং এ অভিযান বিভিন্ন খাল বিলে, তত্ত্বের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য কর্মকর্তা অফিসার, পরবর্তীতে বিলের মাছ বড় না হওয়া হওয়া পর্যন্ত । এই রিং জাল বা কারেন্ট জাল বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। তাছারা এই বাংলাদেশে রিং জাল বা কারেন্ট জল থাকলে মাছের বৃদ্ধির সম্ভাবনা দিনে দিনে কমে যাবে বলে ধারনা করছে মৎস্য সংরক্ষণ আইন। আয়োজনে: রাজারহাট উপজেলা প্রশাসন মৎস্য সংরক্ষণ দপ্তর রাজারহাট কুড়িগ্রাম
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply