
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ-
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৬ই নভেম্বর কিচক হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সভা সফল করার লক্ষ্য এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৯ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় কিচক ইউনিয়ন বিএনপির কার্যালয়ে (বকুল ছায়া) অনুষ্ঠিত এ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলার মধ্যে কিচক ইউনিয়নে বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং আগামী ২৬সালের ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিন।
উক্ত সভায় অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাজার মানুষের উপস্থিত করতে নেতা কর্মীরা পরামর্শ দেন।
এ-সময় বক্তব্যে রাখেন কিচক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অাকতারুজ্জামান মহসীন আলী, সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরান হোসেন ফরহাদ,সিনিয়র সহ সভাপতি নুর আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফছার আলী,ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব,ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আঃ মান্নান, আক্তার হোসেন, এটিএম জাকারিয়া জুয়েল, বিএনপির নেতা তারেক, শাহিন, কিচক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মেহেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ,সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার,সাধারণ সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন,,কিচক বন্দর যুবদলের সভাপতি রাফিউল ইসলাম রাফি,তাঁতি দলের সভাপতি এনামুল হক, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রেজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল,সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি রাব্বি হাসান, মনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জোবায়ের রহমান, কিচক বন্দর ছাত্র দলের সভাপতি শাহ জালাল,সাধারণ সম্পাদক রব্বানী, সাংগঠনিক সম্পাদক বাসেদ,সিনিয়র সহসভাপতি ফারুক তাঁতি দলের সভাপতি এনামুল হক সহ ৯টি ওয়ার্ডের সকল বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা আগামী ৬ই নভেম্বর কিচক ইউনিয়ন বিএনপির কর্মী জনসভায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে জনসভাকে সাফল্যমন্ডিত করার আহবান জানান।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply