অনুপম হাসান ফরিদ,জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জঃ
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পুত্র, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) কামরুজ্জামান হীরাকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৬ এপ্রিল বুধবার ঢাকা মহানগর ডিবি পুলিশ পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ৫ আগষ্টের পর কামরুজ্জামান হীরার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রূপগঞ্জ থানায় রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।।অনুপম হাসান ফরিদঃ(০১৭১১৯৭০৫০৭)নারায়নগঞ্জ রুপগঞ্জ।
তদন্ত বাংলা মিডিয়া লিমিটেড,কপিরাইট © তদন্ত প্রতিদিন - সর্বস্বত্ব সংরক্ষিত।
Leave a Reply